ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৩২

রিকশাচালকদের অবরোধ, নগরজীবনে স্থবিরতা  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৫ ৯ জুলাই ২০১৯  

রাজধানীর প্রধান তিন সড়কে রিকশা চলাচলে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে নামেন রিকশা শ্রমিকরা। তাদের সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন অফিসগামীসহ যাত্রীরা। নগরজীবনে নেমে আসে স্থবিরতা।

রিকশাচালকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাজ করে খেতে চাই, আমাদের কাজের সুযোগ দেয়া হোক।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর কুড়িল, বিশ্বরোড, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে জড়ো হয়ে কয়েক হাজার রিকশাচালক বিক্ষোভ করেন।

 এই বিক্ষোভের কারণে প্রগতি সরণি হয়ে মালিবাগ থেকে রামপুরা হয়ে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্বরোড থেকে রামপুরা যাওয়ার সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুদিকে যানবাহনের সারি পড়ে।

গরমে দীর্ঘক্ষণ বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে পথ ফুরাচ্ছে না। চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রাজধানীর যে তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে, তার মধ্যে কুড়িল থেকে সায়েদাবাদ পর্যন্ত এই সড়কও রয়েছে। আন্দোলনরত রিকশাচালকরা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রিকশাচালক রাজন মিয়া বলেন, আমাদের রিকশা চালিয়ে বউ-পোলাপান নিয়ে চলতে হয়। রিকশা না চালালে কী খাবো? সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে।


তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাজ করে খেতে চাই, আমাদের কাজের সুযোগ দেওয়া হোক।

রিক্সাচালকরা আন্দোলনে নেমে পুরো সড়ক বন্ধ করে রেখেছে। ফলে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর